পাবজি মোবাইলে আসছে মেসি

৩০ অক্টোবর, ২০২২ ১৯:২৭  
প্রচারণার অংশ হিসেবে প্রথমসারির তারকাদের সঙ্গে কয়েক দফায় জোট বেঁধেছে ব্যাটল রয়্যাল ঘরানার জনপ্রিয় গেইম পাবজি মোবাইল। গত অগাস্ট মাসেই কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিংকের ভার্চুয়াল কনসার্ট আয়োজন করেছিল গেইমটি। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা ‘ডজ’-এর সঙ্গে জোট বেঁধে ‘ডজ চ্যালেঞ্জা’র সহ কোম্পানির কয়েকটি জনপ্রিয় গাড়ির ভার্চুয়াল সংস্করণ গেইমে যোগ করেছে পাবজি কর্পোরেশন। কিন্তু এবার বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি’র সঙ্গে জোট বাঁধলো পাবজি মোবাইল।  বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই অ্যাথলেটের সঙ্গে সংশ্লিষ্ট ‘আউটফিট’ আর ‘আইটেম’ যুক্ত হবে গেইমের ২.৩ আপডেটে। পাবজি কর্পোরেশন বলছে, নতুন গেইমে মেসির জার্সির অনুকরণে তৈরি কস্টিউম আর অন্যান্য আইটেম যোগ হবে। অবশ্য, কস্টিউম আর আইটেমের সবগুলোই গেইমে থাকবে সীমিত সময়ের জন্য। তবে, সাতবারের ব্যালন ডি’ওর জয়ীর সঙ্গে নতুন চুক্তির খুঁটিনাটি তথ্য চেপে গেছে পাবজি কর্পোরেশন। একইসঙ্গে পাবজি মোবাইলের ২.৩ সংস্করণ কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়েও কোনো তথ্য দেয়নি কোম্পানিটি। কিন্তু নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নতুন আপডেট বাজারে আসতে পারে অনুমান করছে গেইমস্পট ডটকম। বর্তমানে ফরাসী ক্লাব ‘পারি সাঁ-জের্মা (পিএসজি)’র হয়ে খেললেও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তুরুপের তাস হিসেবে দীর্ঘ দিন মাঠ দাঁপিয়ে এবার তাকে দেখা মিলবে ব্যাটেল রয়েল পাবজি গেমে।